ট্রাম্পের ‘মাস্তানি’ থামানোর উপায় কী, আনুগত্য না বয়কট?

প্রথম আলো রিচার্ড সিলভারস্টেইন প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৫০

ডোনাল্ড ট্রাম্পের শাসনে যুক্তরাষ্ট্রে চতুর্মুখী অশনিসংকেত বেজে উঠেছে। ফ্যাসিবাদের উত্থান হচ্ছে। শিক্ষা, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, সমাজিক কল্যাণ, মানবিক কল্যাণ ও স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ছে। ২৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রে যে জাতীয় অবকাঠামো গড়ে উঠেছিল, তার পুরাটাই আমাদের চোখের সামনে ধসে পড়ছে।


কেউই এটা থামাতে সক্ষম নন বলে মনে হচ্ছে। সে কারণেই প্রতিরোধের ব্যাপারটা এখানে নিরর্থক।


ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তের মুখে চাক শুমারের মতো ডেমোক্র্যাট নেতারাও অসহায়। বিশ্ববিদ্যালয়গুলোর সভাপতিরা এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা ভয়ে কাঁপছেন। ট্রাম্পের আংটিতে চুমু দেওয়ার জন্য প্রধান আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সারি বেঁধেছে। প্রযুক্তি খাতের টাইটানরা ভোক্তাদের স্বার্থের কথা চিন্তা না করে ট্রাম্পের কাছে ধরনা দিচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও