
বিদেশি বিনিয়োগ এবং রেমিট্যান্স
খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশের দিকে লক্ষ্য করলে দেখা যাবে, তাদের উন্নতির পেছনে অন্যতম কারণ বিদেশি বিনিয়োগ। অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগ একে অন্যের পরিপূরক। ক্রমাগত উন্নয়নের পথে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। এই দেশে বিনিয়োগে মুনাফার পরিমাণ অনেক বেশি। একইসঙ্গে ঝুঁকি প্রায় শূন্যের কোঠায়।
বাংলাদেশের ভূগর্ভে রয়েছে তেল ও গ্যাসের মজুদ। প্রকাশিত তথ্য মতে, বর্তমানে দেশে ৩০.১৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে, যার মধ্যে ইতোমধ্যে ব্যবহৃত হয়েছে ১৯.৫৬ ট্রিলিয়ন ঘনফুট। এছাড়া সাগর ও দেশের স্থলভাগে বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভোলার শাহবাজপুর, পাবনার মোবারকপুর, সুনামগঞ্জ ও নেত্রকোনা, সিলেটের ছাতকের পূর্ব অংশে বড় গ্যাস কাঠামোর সন্ধান মিলতে পারে।
- ট্যাগ:
- মতামত
- বিদেশি বিনিয়োগ
- রেমিট্যান্স