
ট্রাম্পের হোয়াইট হাউজে আমরা যে টানাপড়েন দেখতে পারি
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তথাকথিত এলিটদের" বিরুদ্ধে গণরায়ের এক প্রবল ঢেউয়ের ওপর ভর করে। কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে তার সমর্থকরা নিজেরাই প্রতিষ্ঠিত রাজনৈতিক ও ধনিক শ্রেণীর (এস্টাবলিশমেন্ট) শীর্ষ ব্যক্তিত্ব হিসেবে। প্রথম মেয়াদের মতো এবারো ট্রাম্প—ধনী ব্যবসায়ী ও সেলিব্রিটি হিসেবে নিজেকে ঘিরে রেখেছেন প্রচলিত রিপাবলিকান রাজনীতিক, ওয়াল স্ট্রিটের শীর্ষ অর্থনীতিবিদ ও অর্থনৈতিক জাতীয়তাবাদীদের নিয়ে। তবে এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে টেকনো-রাইট"বা প্রযুক্তিবান্ধব ডানপন্থী গোষ্ঠী, যার সবচেয়ে বড় মুখ ইলোন মাস্ক—বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি।
এ দলগুলোর এক হওয়ার কারণ ট্রাম্পের ব্যক্তিত্ব বা নেতৃত্ব নয়, যা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ। বরং তারা মনে করে, ট্রাম্পের অধীনে তাদের নিজ নিজ স্বার্থ ভালোভাবে রক্ষা পাবে। রক্ষণশীল রিপাবলিকানরা চান কম কর ও শিথিল নিয়ম-কানুন, অর্থনৈতিক জাতীয়তাবাদীরা চান বাণিজ্য ঘাটতি কমিয়ে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে পুনরুজ্জীবিত করতে। বাক-স্বাধীনতার চরমপন্থী সমর্থকরা চান তথাকথিত ‘উক সেন্সরশিপ’র অবসান, আর টেকনো-রাইট গোষ্ঠী চায় ভবিষ্যতের প্রযুক্তিগত রূপান্তর তাদের নিয়ন্ত্রণেই থাকুক।
- ট্যাগ:
- মতামত
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান