You have reached your daily news limit

Please log in to continue


একুশের চেতনা ফিকে হয়ে যাচ্ছে

আমাদের মধ্যে বরাবরই দ্বিচারিতা কাজ করে! যুগ যুগ ধরে অনেক মহৎ ইতিহাস গড়েছেন আমাদের পূর্বপুরুষ। উত্তরপুরুষ আমরা পূর্বপুরুষের সৃজিত চেতনাকে ক্রমাগত লাঞ্ছিত করেছি। খ্রিস্টপূর্ব যুগে আমাদের পূর্বপুরুষরা বিদেশী আর্য আগমন রুখে দিয়েছিল অসাধারণ বীরত্বে, আবার উত্তর ভারতের মৌর্য ও গুপ্ত রাজাদের আক্রমণ প্রতিহত করতে তেমন ভূমিকা রাখিনি। সাত শতকে শত বছরব্যাপী মাৎসন্যায়ের অন্ধকার আমরাই সৃষ্টি করেছি।

আবার গণতান্ত্রিক বোধ সৃষ্টির মধ্য দিয়ে পাল রাজত্বের পত্তনে এ বাঙালিই গৌরবময় ভূমিকা রেখেছে। এগারো শতকে বিদেশী সেন ব্রাহ্মণদের আধিপত্যবাদী ক্ষমতা দখলকে যে পূর্বপুরুষ নীরবে মেনে নিয়েছিলেন তাদেরই উত্তরপুরুষ আত্মরক্ষার জন্য মুসলিম শাসকদের আগমনকে স্বাগত জানিয়েছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে যে বাঙালি পূর্বপুরুষ বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরই উত্তরপুরুষ ইংরেজ শাসনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আর এ দ্বিচারিতার নষ্ট ঐতিহ্য এখনো বয়ে বেড়াচ্ছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন