রমজানের আগে যে কাজগুলো গুছিয়ে রাখবেন

কালের কণ্ঠ প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৫

অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে দৈনন্দিন রুটিনে বেশ পরিবর্তন আসে। পরিবারের সবার জন্য একসঙ্গে ইফতার ও সাহরির আয়োজন করা হয়, যার কারণে রান্নাঘরের কাজও বেড়ে যায়। তবে কিছু কাজ যদি আগে থেকে সেরে ফেলা যায় তবে রমজানের দিনগুলো অনেক স্বস্তিদায়ক হয়ে ওঠে। ক্লান্তি ও অস্থিরতা থেকে খানিকটা মুক্ত থাকা যায়।

তাই আজকের প্রতিবেদনে রমজানের কাজগুলো আগেই কিভাবে গুছিয়ে রাখবেন, তা নিয়ে রইল বেশ কিছু টিপস।
 
প্রয়োজনীয় পণ্য কিনে রাখা


রমজানে বাজারে প্রচণ্ড ভিড় যেমন হয়, তেমনি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে যায়। তাই আগেই প্রয়োজনীয় জিনিস কিনে রাখলে অর্থ ও সময় দুটোই সাশ্রয় হয়। চাল, ডাল, তেল, চিনি, মসলা, ছোলা, মুড়ির মতো উপকরণগুলো একটু বেশিই লাগে।


রোজায় প্রতিদিন ইফতার ও সাহরির জন্য যেসব উপকরণ প্রয়োজন হতে পারে তার একটি তালিকা তৈরি করুন এবং সেই অনুযায়ী কিনে রাখতে পারেন।


ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করা


রমজানের সময় ক্লান্তির কারণে ঘরের জিনিসপত্র ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা একটু কঠিন হয়ে যায়। তাই আগে থেকে ঘরকে ধুলোমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে নেওয়া ভালো। কভার, পর্দা, কুশন, কার্পেটের মতো ভারী কাপড়গুলো এখনই পরিষ্কার করে ফেলতে পারেন।

তা ছাড়া ঘরের আসবাব, জানালা, দরজা, দেয়াল ডিপ ক্লিন করে নিতে পারেন রমজান শুরুর আগেই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও