You have reached your daily news limit

Please log in to continue


বইমেলায় ন্যাপকিন বিতর্ক

বিতর্কের মধ্য দিয়ে শুরু এবারের অমর একুশে বইমেলা একের পর এক ঘটনায় সংবাদ শিরোনাম হচ্ছে—যা এবার এসে ঠেকেছে স্যানিটারি ন্যাপকিনে। আর এসব ঘটনার মধ্য দিয়ে সামনে আসছে বাংলা একাডেমির মতো একটি মননশীল প্রতিষ্ঠানের নিরপেক্ষতা, সাহস ও দায়বদ্ধতার প্রশ্নটি।

গণমাধ্যমের খবর বলছে, নারী ও শিশুস্বাস্থ্য সুরক্ষা পণ্যের ব্র্যান্ড ‘স্টে সেইফ’ বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দুটি স্টল পরিচালনা করে আসছিল। মেলার শুরু থেকেই তারা স্টল চালিয়ে আসছিল। প্রথম দিকে কোনো সমস্যা না থাকলেও গত ১১ ফেব্রুয়ারির পর থেকে বেশ কিছু ‘ইসলামিস্ট গ্রুপ’ ন্যাপকিনকে ‘গোপন পণ্য’ বলে আখ্যা দেয় এবং এর প্রকাশ্য প্রদর্শনী বা বিক্রি বন্ধের দাবি জানায়। পরদিন আরও অনেক মানুষ একই দাবি নিয়ে হাজির হয়। পরে বাংলা একাডেমি কর্তৃপক্ষ, পুলিশ, আনসারসহ ইভেন্ট ম্যানেজমেন্টের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করা হয়। কিন্তু ১৩ ফেব্রুয়ারি কিছু গ্রুপ সরাসরি বাংলা একাডেমিতে অভিযোগ করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্টল দুটি সরিয়ে নিতে চিঠি দেয় মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। ১৬ ফেব্রুয়ারি দুটি স্টল বন্ধ করে দেয় বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন