সাংবাদিকতা কেন দরকার? সংবাদপত্র, টেলিভিশন, রেডিও বা নিউজ পোর্টাল সমাজের জন্য কেন প্রয়োজন? সাংবাদিকরা রাষ্ট্র কাঠামোয় ঠিক কি অবদান রাখেন? এই প্রশ্নগুলোর উত্তর নানাভাবে দেওয়া যেতে পারে। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটি ভিন্ন বিষয়ের অবতারণা করার প্রয়োজন বোধ করছি।
আপনি কি জানেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় কত সাংবাদিক প্রাণ হারিয়েছেন? আল জাজিরার তথ্য বলছে, এক বছরের বেশি সময়ের এই সংঘাতে ২১৭ জন সংবাদকর্মী নিহত হয়েছেন। যাদের মধ্যে ছিলেন প্রতিবেদক, চিত্র সাংবাদিক, ভিডিও সাংবাদিক এবং অনেক সহায়ক কর্মী।
এত সাংবাদিককে কেন প্রাণ দিতে হলো? যাতে সত্য তথ্য প্রচার না হয়। এইসব সাংবাদিকরা জানেন, তা জেনেই তারা কাজ করেন। এটাই আসলে সাংবাদিকতা পেশার মাহাত্ম্য। যার মাধ্যমে ক্ষমতা কাঠামোকে প্রশ্নবিদ্ধ করা যায়। জাগ্রত করা যায় বিশ্ববিবেক। গঠন করা যায় নিপীড়নবিরোধী জনমত। সর্বশেষ, নিশ্চিত করা যায় জবাবদিহিতা। যেখানে প্রাণ সংশয়ও তুচ্ছ।