![](https://media.priyo.com/img/500x/https://static.bonikbarta.com/original_images/3editorial.jpg)
ব্যাংক দাতব্য সংস্থা নয়, লোকসানে ব্যবসা করতে পারবে না
বাংলাদেশে যাবতীয় সমস্যা-সংকটের প্রভাব ব্যাংকের ওপর গিয়ে পড়ে। মুদ্রানীতির বাস্তবায়ন থেকে শুরু করে সব দায়দায়িত্বই এখানে ব্যাংকের। কভিডের ক্ষতি থেকে রক্ষা, খেলাপি গ্রাহকের ঋণ অবলোপন কিংবা মওকুফ সবকিছুই ব্যাংকের দায়িত্ব হয়ে গেছে।
কোনো গ্রাহক যদি ব্যবসায় লোকসান করে, তাহলে ব্যাংকের কাছে এসে বলে আমাকে কিন্তু এবার সুদ মওকুফ সুবিধা দিতে হবে। কিন্তু ব্যাংক কোথায় যাবে। ব্যাংক টাকাটা কোথায় পায়। আপনাদের মতো গ্রাহকদের কাছ থেকেই ব্যাংক আমানত সংগ্রহ করে। এক্ষেত্রে ব্যাংক হলো মধ্যস্থতাকারী। এক হাতে টাকা নিচ্ছে, আর অন্য হাতে টাকা দিচ্ছে। প্রক্রিয়া হিসেবে ব্যাংক কিছু ফি কিংবা কমিশন উপার্জন করে। যে সময় ও শর্তে আমানতকারীদের কাছ থেকে ব্যাংক অর্থ নেয়, সে সময় ও শর্ত মেনে ব্যাংক সে অর্থ ফেরত দেয়। ঋণগ্রহীতাদের কাছ থেকে টাকা ফেরত পাক বা না-ই পাক।
- ট্যাগ:
- মতামত
- ব্যাংকিং
- ব্যাংকিং খাত