You have reached your daily news limit

Please log in to continue


মিয়ানমারে আসল কিংমেকার কে হবে?

২০০১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, ধীরে ধীরে সেটাই সশস্ত্র সংগ্রামে রূপ পায়, সেটি এখন চার বছর শেষ করছে। এরপর থেকে মিয়ানমারের সংঘাতের দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে যাচ্ছে। অভ্যুত্থান নির্মাতা স্টেট অ্যাডমিনিস্টেশন কাউন্সিল (এসএসি) বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও প্রতিরোধী বাহিনীর কাছে ভূখণ্ড হারিয়ে চলেছে।

মিয়ানমারের বেসামরিক ন্যাশনাল ইউনিটি গভর্মেন্ট (এনইউজি) সম্প্রতি তাদেরে সামরিক অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা দাবি করেছে, পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফএস) এবং তাদের মিত্র জাতিগত রেভল্যুশনারি অর্গানাইজেশনস (ইআরওএস) ২০২৪ সাল শেষে মিয়ানমারের প্রায় অর্ধেকটার বেশি এলাকা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করছে।

এনইউজি বলেছে, মিয়ানমারের শহরগুলোর মধ্যে ৪৪ শতাংশ শহরের পুরোপুরি নিয়ন্ত্রণ এখন তাদের (এনইউজি ও মিত্রদের) হাতে। আরও ২৪ শতাংশ শহরে প্রতিরোধী যোদ্ধাদের সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন