৫ বছরেও শেষ হয়নি হাতিরঝিল আদলে লেক বাস্তবায়ন প্রকল্প
শিল্পনগরী হিসেবে দেশব্যাপী পরিচিত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ। অপরিকল্পিতভাবে অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠায় এখানে তুলনামূলক জনসংখ্যাও বেশি। শুধু রপ্তানিমুখী আদমজী ইপিজেডেই প্রায় লাখের কাছাকাছি শ্রমিকের কর্মস্থল। ফলে ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জ। চারপাশে শিল্পপ্রতিষ্ঠান আর বাড়িঘরের কারণে প্রাকৃতিক সৌন্দর্য নেই বললেই চলে।
প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে আর নগরবাসীকে হাতিরঝিলের পরিবেশ উপহার দিতে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মেগা প্রজেক্ট হাতে নিয়েছিল সিটি করপোরেশন। এসব প্রজেক্টের একটি ছিল সিদ্ধিরগঞ্জ লেক। সবশেষ ২০১৮-১৯ অর্থবছরে পুনঃখনন, সড়ক, ড্রেন, ওয়াকওয়ে ও ল্যান্ডস্কেপিংয়ের কাজ হাতে নেওয়া হয়। এরপর ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি ও ৩ মে দুই ধাপে তৎকালীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী প্রকল্পের কাজের উদ্বোধন করেন।
নাসিক ৩ নম্বর ওয়ার্ডের গলাকাটা পুল থেকে ৮ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারপুল পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সৌন্দর্যবর্ধনে ৬৩ কোটি ৪৮ লাখ এবং লেকটির ওপর মোট ছয়টি সেতু নির্মাণে ৩৫ কোটি ৮৪ লাখ ব্যয় নির্ধারণ কর হয়। মূলত জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগ নেওয়ার বছরখানেকের মধ্যে কাজ সম্পূর্ণ শেষ হওয়ার কথা ছিল। পরে করোনা মহামারি আর অভ্যন্তরীণ ঝামেলার কারণে সেই কাজের মেয়াদ ২০২১ সালে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু তা অতিবাহিত হয়ে ২৫-এ পা রেখেছে দেশ। তবুও লেকের কাজ সম্পূর্ণ শেষ করতে পারেনি সিটি করপোরেশন। সিটি করপোরেশনের তথ্যমতে, এখন পর্যন্ত পুরো প্রকল্পের ৩.৮ কিলোমিটারের কাজ শেষ হয়েছে।