কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নারায়ণগঞ্জে ওসমানীয় সাম্রাজ্যের আর বেশি দিন নেই: মেয়র আইভী

সমকাল প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ২১:৩১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘সারা বাংলাদেশে ৬৪ জেলা। দেশের অন্য সব জেলা চলে এক রকমভাবে। আর নারায়ণগঞ্জে চলে ওসমানীয় রাজত্ব। প্রশাসন এখানে কিছু না। যেভাবে প্রেসক্রিপশন দেওয়া হয় ঠিক সেভাবে এখানে কাজ হয়। আমি বুঝতে পারি না, এখানে যারা প্রশাসনের লোক আসেন তারা কার হুকুম পালন করেন। সরকারের না স্থানীয় গডফাদারদের।’


তিনি বলেন, ‘শহরে যানজট, শহরে হকাররা রাস্তা দখল করে নিয়েছে, হত্যাকাণ্ড হচ্ছে, রাস্তার দখল নিয়ে হকাররা এক হকারকে রাস্তার ওপরেই মেরে ফেলেছে অথচ সেই হকার নেতা আবার আমাদের নেতার পাশে দাড়িয়ে বক্তৃতা শোনেন। পুরো শহর হয়ে গেছে ওসমানীয় সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের মধ্যে বসবাস করে ত্বকী মঞ্চের কতিপয় মানুষ। এই শহরের সমস্ত মানুষকে একত্রিত করে যেভাবে প্রতিবাদ করে যাচ্ছে, আমার মনে হয় ওসমানীয় সাম্রাজ্যের আর বেশি দিন নেই। অত্যাচারীদের, হত্যাকারীদের মসনদ খুব তাড়াতাড়ি ধ্বসে পড়বে ইনশাল্লাহ।’


সোমবার বিকেলে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দশম বার্ষিকী উপলক্ষে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রফিউর রাব্বির সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী মফিদুল হক, জেলা খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী, ত্বকী মঞ্চের সদস্য সচীব কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল প্রমুখ।


বক্তব্যে মেয়র আরও বলেন, ‘একাত্তরের পর থেকে আজ পর্যন্ত নারায়ণগঞ্জ শহরে হত্যার রাজনীতি দেখে আসছি। সে হত্যা কেন, কারা, কীভাবে করেছে তা এ শহরের মানুষ জানে। নারায়ণগঞ্জকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য, নিজেদের জুলুম প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষকে হত্যা করা হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও