সম্পর্ক শীতল হওয়ার নেপথ্যে বাংলাদেশও কি একটি কারণ
ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার সপ্তাহ কয়েক আগেই ব্রিকসভুক্ত দেশগুলোকে একটি কড়া সতর্কবার্তা দিয়ে রেখেছেন। তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘পারো তো অন্য কোনো বেকুব খুঁজে নাও (এখানে তিনি বোঝাতে চেয়েছেন, ব্রিকস দেশগুলো যুক্তরাষ্ট্রকে বেকুব পেয়ে তার কাছ থেকে আর্থিক সুবিধা হাতিয়ে নিচ্ছে; কিন্তু এখন থেকে আর তা চলবে না)’।
একই সঙ্গে ট্রাম্প সতর্ক করেছেন, যদি ব্রিকসের ৯টি সদস্যদেশ ডলারের বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে, তাহলে তাদের পণ্য আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্পের এই হুমকি তাঁর নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতির অনেক পরে এসেছে। ভোটের প্রচারণার প্রথম দিনেই তিনি কানাডা ও মেক্সিকো থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর কথা বলেছিলেন।
- ট্যাগ:
- মতামত
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান