বিশ্বাসের মূল্যবোধেই সত্য-সুন্দরের প্রতিষ্ঠা
কে আগে কিংবা কে পরে, কে বড় কে ছোট সেটা তর্ক-বিতর্কের বিষয়ে নয়। পরস্পর পরস্পরের সম্পর্ক-শরিকানা ও চৌহদ্দি চত্বর অনুভবের আয়নায় দেখা দরকার। মানুষ মূলত বিশ্বাসের বিশে^ বাস করে। বিশ্বাসের ভিত্তিতে সম্পর্কের সৌধ নির্মিত হয়, বিশ্বাস ভঙ্গের কারণে সেখানে ফাটল ধরে, এক সময় ধসেও পড়ে। তাবৎ ভাঙাগড়া, আনন্দ-বেদনা, সুখ-সর্বনাশের বাদী-বিবাদীই বিশ্বাস। আস্থা না থাকলে, আস্থাবান না হলে, বিশ্বস্ততার বাজারেও মুখ বেজার করে ফিরতে হয়। আস্থার সংকট সবার জন্য দুঃসংবাদ। বিশ্বাস ছাড়া সুখ, শান্তি, সাহস ও সচলতা, তা ব্যক্তি বা ব্যষ্টির হোক, সংকটে পড়তে বাধ্য। এমনকি সভ্যতার সংকটের শুরু সেখান থেকে তো বটেই।
- ট্যাগ:
- মতামত
- মূল্যবোধ
- মানবিক মূল্যবোধ