সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতি চলছে
অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা তাঁকে এ কথা জানান।
বাংলাদেশের পরবর্তী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে ইআইবির ভাইস প্রেসিডেন্টকে বিস্তারিত জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নিকোলা বিয়ারকে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে।
অন্তর্বর্তী সরকার গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ইআইবি সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দেন নিকোলা বিয়ার। প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, ‘সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার মতো প্রযুক্তিগত দক্ষতা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রয়েছে। আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময়ে এসেছি। আমরা অন্তর্বর্তী সরকার ও সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করি।’
সংস্কার কার্যক্রমে সহায়তা প্রদানের প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক ইউনূসকে নিকোলা বিয়ার বলেন, ‘আপনারা যা কিছু করতে চান, আমাদের জানান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুধু কাজ করছে না, তারা কার্যকর ফলাফল আসে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে, এটা প্রমাণ করা গুরুত্বপূর্ণ।’