You have reached your daily news limit

Please log in to continue


বিসিএসের জট ছাড়াতে ‘রোডম্যাপ’ দিল পিএসসি

চুয়াল্লিশ থেকে আটচল্লিশতম বিসিএস পরীক্ষা নিয়ে যে জট সৃষ্টি হয়েছে, তা নিরসনের ‘রোডম্যাপ’ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি।

কমিশন বলছে, আগামী ৩০ জুন ৪৪তম বিসিএস, ২২ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএস এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

আর ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ২৮ সেপ্টেম্বর ৪৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ এবং ১৮ ডিসেম্বরের মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে কমিশন।

মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে এ রোডম্যাপ ঘোষণা করা হয়েছে বলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের একই সঙ্গে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা থাকবে, তাদের ওই পরীক্ষার এক মাস আগে বা এক মাস পর ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কোনো প্রার্থীর দুটি পরীক্ষা যেন ওভারল্যাপিং না হয়, সেই লক্ষ্যে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন