You have reached your daily news limit

Please log in to continue


ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামী সপ্তাহে

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী সপ্তাহে লন্ডনে সাক্ষাৎ করবেন। কূটনৈতিক তিনটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যের দ্য কিংস ফাউন্ডেশনের আমন্ত্রণে কিং চার্লস থ্রি হারমনি অ্যাওয়ার্ড গ্রহণের জন্য মুহাম্মদ ইউনূসের লন্ডনের উদ্দেশে সরকারি সফরে আগামী সোমবার (৯ জুন) ঢাকা ত্যাগের কথা রয়েছে। আগামী মঙ্গলবার অথবা বুধবার লন্ডনে বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে। আগামী বৃহস্পতিবার রাজা সেন্ট জেমস প্রাসাদে তাঁকে হারমনি অ্যাওয়ার্ডে ভূষিত করার কথা রয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে কোনো ব্যক্তির জীবনব্যাপী অবদান, রাজার দর্শন ও দ্য কিংস ফাউন্ডেশনের প্রতি অব্যাহত সমর্থনের জন্য এই অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। ২০২৪ সালে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও ব্রিটিশ তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামকে।

কূটনীতিকেরা জানান, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার আগামী বুধ অথবা বৃহস্পতিবার বৈঠকের সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিসহ দেশটির কয়েকজন মন্ত্রীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এ কর্মসূচিগুলো দু-এক দিনের মধ্যে চূড়ান্ত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন