You have reached your daily news limit

Please log in to continue


চাকরি হারাচ্ছেন রোহিঙ্গা শিশুদের ১১৭৯ শিক্ষক

মানবিক সহায়তা তহবিলে ‘সংকট দেখা দেওয়ায়’ রোহিঙ্গা শিশুদের পাঠদানে নিয়োজিত এক হাজার ১৭৯ জন শিক্ষকের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইউনিসেফ।

মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “বিশ্বে মানবিক সহায়তা কার্যক্রমের তহবিলে যে সংকট দেখা দিয়েছে, তাতে আমরা কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

“রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য কিন্ডারগার্টেন, গ্রেড-১ ও গ্রেড-২ এ নিয়োজিত স্থানীয় জনগোষ্ঠীর (হোস্ট কমিউনিটি) এক হাজার ১৭৯ ব্যক্তির সঙ্গে ইউনিসেফের অংশীদারদের থাকা চুক্তি বাতিল করা হচ্ছে।”

এদের মধ্যে ইংরেজি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও অংকনের শিক্ষকরা আছেন তুলে ধরে ইউনিসেফ বলছে, “ঈদ ও এর পরের ছুটি (২৯ জুন পর্যন্ত) শেষে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর বাকি কর্মীদের কাজে ফেরাটা সম্পূর্ণভাবে নির্ভর করবে নতুন অর্থায়ন নিশ্চিত হওয়ার ওপর।”

বিবৃতিতে বলা হয়, "আমাদের চলমান কর্মসূচিগুলো চালিয়ে নিতে, সবচেয়ে খারাপ অবস্থায় থাকা শিশুদের জরুরি সহায়তা নিশ্চিত করতে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে শিশুদের কল্যাণে আমাদের প্রতিশ্রুতি বজায় রাখার জন্য এসব সিদ্ধান্ত নিতে হয়েছে।

“আমরা আশাবাদী যে অতি দ্রুত বাড়তি তহবিল পেলে আমরা গুরুত্বপূর্ণ সেবাগুলো পুনরায় চালু করতে এবং আরও বড় পরিসরে চালিয়ে নিতে পারব।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন