ইতিহাসের ঐক্যের শেকড়ে ফিরতেই হবে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের আকস্মিক সাক্ষাৎ রাজনীতিতে বহুমাত্রিক আলোচনা এবং সম্ভাবনার সৃষ্টি করেছে। এই সাক্ষাৎ স্বাভাবিক সৌজন্যমূলক হিসেবে উল্লেখ করা হলেও এর সময়কাল, পটভূমি এবং অংশগ্রহণকারীদের কারণে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ঘটনাটি তাই সব মহলেই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।
একে শুধু সৌজন্য সাক্ষাৎ না ভেবে এর পেছনে ‘রাজনীতি’ও আছে বলে ধারণা করা হচ্ছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। গুলশানের ফিরোজা নামের একটি বাড়িতে তার সময় কাটে। বন্দিজীবন থেকে মুক্ত হওয়ার পরও তাঁকে রাজনৈতিক অঙ্গনে সেভাবে সক্রিয় দেখা যায় না। কারণ তাঁর শারীরিক অসুস্থতা। চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে পাঠানোর দাবি দলের পক্ষ থেকে কয়েক বছর থেকে করা হলেও শেখ হাসিনার সরকার তা সব সময় উপেক্ষা করেছে। কিন্তু গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে প্রবল এক গণবিস্ফোরণের মুখে। তারপর দেশের রাজনীতির হিসাব ও চালচিত্র বদলে গেছে। খালেদা জিয়ার মামলা ও শাস্তি বাতিল হয়েছে। তিনি এখন মুক্ত মানুষ। তিনি রাজনীতিতে খুব সক্রিয় না থাকলেও বিএনপির দলীয় রাজনীতি আবর্তিত হয় তাঁকে কেন্দ্র করেই। তাঁর নাম রাজনীতিতে বহুল উচ্চারিত ও আলোচিত।
- ট্যাগ:
- মতামত
- ঐক্যের আহ্বান
- নাগরিক ঐক্য