শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দখলদারত্ব যেন ফিরে না আসে

বণিক বার্তা ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮

সবাই আজকে এখানে উচ্চ শিক্ষা নিয়ে কথা বলছেন। কিন্তু আমার মাথার মধ্যে চলছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের টেক্সট বুক ঠিক সময়ে সরবরাহ করতে পারব কিনা সেই বিষয়টা। তার পরও এখানে আলোচিত অনেকগুলো পরামর্শ আমি নোট করে রেখেছি।



বাংলাদেশের উচ্চ শিক্ষার মান নিয়ে ঢালাওভাবে কিছু বলা কঠিন, কারণ উচ্চ শিক্ষা বহুধারায় বিভক্ত। সরকারি-বেসরকারি খাতের অনেক বিশ্ববিদ্যালয় আছে। মানের দিক দিয়েও সেগুলো সম্পূর্ণ ভিন্ন। জাতীয় বিশ্ববিদ্যালয়েও উচ্চ শিক্ষা আছে। সব মিলিয়ে উচ্চ শিক্ষায় বড় বড় সমস্যা আছে, সেটা দেখা যায় কতগুলো দিকে লক্ষ করলেই, যেমন উচ্চ মাধ্যমিক পাস করার পরই মেধাবী ও আর্থিক সামর্থ্যবান শিক্ষার্থীদের কেন বিদেশে চলে যেতে হয়? আমাদের সময়ে এ ধরনের চিন্তা আসত না। এখন উচ্চ শিক্ষা শেষ করে যারা বের হচ্ছেন তাদের কর্মসংস্থানের সমস্যা দেখা দিয়েছে। শিক্ষিত বেকারের সমস্যা আমাদের সময়ে এত ছিল না। এখন শিক্ষিত বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। আমরা উপযুক্ত মানবসম্পদ তৈরি করতে পারছি না, যা দৃশ্যমান। কাজেই উচ্চ শিক্ষা খাতে সমস্যা ও গাফিলতি যে রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও