আগামী দশকের লড়াই: জেন-জিরা যেভাবে রাজনীতি পাল্টে দিচ্ছে

প্রথম আলো রস বারকান প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১২

আমরা এমন এক দুনিয়ায় বাস করছি, যেখানে চারদিকে সেলিব্রিটিদের রমরমা। যুক্তরাষ্ট্রের সাবেক ও ভবিষ্যৎ প্রেসিডেন্ট এক দশকের বেশি সময় রিয়েলিটি টিভি তারকা হিসেবে কাটিয়েছেন। এই তো কয়েক দিন আগে টেলর সুইফট বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ও লাভজনক পপ মিউজিক ট্যুর শেষ করলেন। বৃহৎ বিনোদনমাধ্যমগুলো এখনো তারকানির্ভর। এই ছুটির মৌসুমে যাঁরা `উইকেড' বা `গ্ল্যাডিয়েটর-২' দেখতে যাচ্ছেন, তাঁদের জিজ্ঞাসা করলেই এ কথার প্রমাণ পাবেন। আর এর বাইরে আকর্ষণীয় ও বিখ্যাত ব্যক্তিদের ছোটখাটো সব নাটক তো আছেই। এগুলো নিয়েই তো আমরা গুজবে মেতে থাকি।


এখন আমি এমন একটা যুক্তি দিতে যাচ্ছি, যা শুনলে আপনাদের কাছে অদ্ভুত মনে হতে পারে। কারণ, কথাটা যা বললাম, তার পুরোপুরি বিপরীত। আমরা এই ঐতিহ্যবাহী গণ–সেলিব্রিটির যুগ থেকে দূরে সরে যাচ্ছি। শুধু সরে যাচ্ছি না, বরং আমরা এক নতুন ও অনিশ্চিত যুগের দিকে এগিয়ে যাচ্ছি। এমনকি কয়েক বছর আগেও যাঁরা অন্ধভক্তি পেতেন, এই নতুন জগতে তাঁদের প্রতি এখন নতুন একধরনের বিদ্বেষ দেখা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও