বাগ্যুদ্ধে সব অভিযোগই কি সত্যের অপলাপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের বাকি আর মাত্র ১৭ দিন। এরই মধ্যে জমে উঠেছে প্রচারযুদ্ধ। আর এই প্রচারযুদ্ধের এক গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় দিক হলো, প্রতিদ্বন্দ্বী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীদের মধ্যে বাগ্যুদ্ধ। বাগ্যুদ্ধে প্রতিশ্রুতির প্রতিযোগিতাকে ছাপিয়ে যাচ্ছে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আর পাল্টা অভিযোগ। পাল্টাপাল্টি অভিযোগ না বলে বরং পাল্টাপাল্টি আক্রমণ বলাই ভালো। কথার সেই আক্রমণ এতটাই শাণিত যে, মাঝেমধ্যেই তা মাত্রা-সীমা ছাড়িয়ে যায়।
কথায় আছে, প্রেম ও যুদ্ধ নিয়মনীতির ধার ধারে না। এটাও তো ভোটযুদ্ধপূর্ব বাগ্যুদ্ধ! কাজেই এখানেই বা মাত্রা-সীমা, রীতিনীতির বালাই থাকার দরকার কী? এমন প্রশ্ন তুলতে পারেন কেউ কেউ। কিন্তু আন্তরাষ্ট্র যুদ্ধের ক্ষেত্রেও তো বিশ্বকে কিছু নিয়মনীতি আরোপ করতে হয়েছে জাতিসংঘ সনদের মাধ্যমে। সেই নিয়মনীতি লঙ্ঘনের কারণে কখনো কখনো যুদ্ধাপরাধের মামলা এবং তাতে শাস্তিও হয়ে থাকে। যদিও অতি ক্ষমতাধর কোনো কোনো রাষ্ট্রকে এসব নিয়ম মানা কিংবা শাস্তির তোয়াক্কা করতে দেখা যায় না।