ছাত্র সংসদ নির্বাচনের কতটুকু প্রভাব, কতটুকু বাস্তবতা
ইতিমধ্যে দেশের পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলসমূহ। এরই মধ্যে আগামী ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই রাজনৈতিক ক্রান্তিলগ্নে স্বাভাবিকভাবেই জনমনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন কি জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে? যদি পারে, তবে সেই প্রভাব কতটুকু বাস্তব ও কার্যকর?
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অসংখ্য জাতীয় নেতার উত্থান ঘটেছে ছাত্ররাজনীতি ও ছাত্র সংসদের হাত ধরে। ছাত্র সংসদ নির্বাচন তরুণদের জন্য গণতন্ত্রের প্রথম বাস্তব পাঠশালা। এখানেই তাঁরা শেখেন বক্তব্য দেওয়া, সংগঠন গড়ে তোলা, জনসংযোগ, ভোট ব্যবস্থাপনা ও নেতৃত্বের কৌশল। এই অভিজ্ঞতাই ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে দক্ষ সংগঠক ও নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখে। ফলে ছাত্র সংসদ নির্বাচন সরাসরি নয়, বরং দীর্ঘ মেয়াদে জাতীয় রাজনীতির মান ও নেতৃত্ব কাঠামোকে প্রভাবিত করে।
- ট্যাগ:
- মতামত
- ছাত্র সংসদ
- ছাত্র সংসদ নির্বাচন