প্রার্থীর বৈধতা দেওয়া নিয়ে প্রশ্ন উঠবে কেন

যুগান্তর এ কে এম শামসুদ্দিন প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:০৪

নির্বাচনের প্রতি বাংলাদেশের মানুষের দুর্বলতা বরাবরই। জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচন, ভোটযুদ্ধে উৎসবী মেজাজে মেতে ওঠে বাংলাদেশের মানুষ। দেশের অধিকাংশ ভোটারের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা যাই থাকুক, ভোটের দিন নিজেদের ক্ষমতাবান ভাবতে ভালোবাসেন তারা। ভোটারদের এমন ভাবার কারণও আছে। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকেন। এ ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে তারা যে আনন্দ উপভোগ করেন, তা সত্যিই উল্লেখযোগ্য। বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন উৎসবই দেখেছি। বর্তমানে দেশজুড়ে যেন তারই প্রতিফলন দেখা যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে যে উৎসবমুখর হাওয়া বইছে, তা এক কথায় নজিরবিহীন। মাঝে, শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত তিনটি নির্বাচনেই স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল না বলেই এবারের নির্বাচন ঘিরে এত উৎসাহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও