শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪: মুক্তির আলোয় ইতিহাসের সাক্ষী

জাগো নিউজ ২৪ ড. মতিউর রহমান প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এ বছর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন একটি ভিন্ন প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করে। এই গণঅভ্যুত্থান জাতির মধ্যে নতুন এক রাজনৈতিক চেতনা ও গণতান্ত্রিক আবেগ সৃষ্টি করেছে, যা বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সংযুক্ত।


শহিদ বুদ্ধিজীবী দিবসের এ বছরের উদযাপন শুধুমাত্র অতীতের শহিদদের স্মরণে সীমাবদ্ধ নয়; বরং এটি বর্তমান প্রজন্মের নতুন আন্দোলন ও পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। ছাত্র-জনতার এই অভ্যুত্থান শহিদ বুদ্ধিজীবীদের ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ একটি বাংলাদেশের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এ বছরের আয়োজনগুলোতে তাই ঐতিহাসিক স্মৃতিচারণের পাশাপাশি সাম্প্রতিক আন্দোলনের চেতনা প্রতিফলিত হয়, যা জাতির ভবিষ্যত নির্মাণে শহিদদের আত্মত্যাগের গুরুত্বকে আরও গভীরভাবে উপলব্ধি করায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও