ট্রাম্পের বিজয় কি যুক্তরাষ্ট্রে বিভক্তি বাড়াবে

কালের কণ্ঠ গাজীউল হাসান খান প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ১১:১৮

এ অভিযোগ নতুন নয় যে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প কোনো উচ্চ মূল্যবোধ কিংবা নীতি-আদর্শে বিশ্বাস করেন না। শেষ পর্যন্ত দ্বিতীয়বারের মতো নির্বাচিত এই ৭৮ বছর বয়স্ক স্বভাবগতভাবে একগুঁয়ে কিংবা গোঁয়ার স্বভাবের মানুষটিকে এখন আর কেউ বদলানোর ক্ষমতা রাখে না। ট্রাম্প কোনো প্রথাগত রাজনীতি থেকে এসে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেননি। তা ছাড়া তাঁর নেই কোনো উচ্চশিক্ষা কিংবা উন্নত জীবন দর্শন।


এ কথা আমি আমার গত সপ্তাহের লেখায়ও উল্লেখ করেছি। উন্নত গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার কিংবা পরিপূর্ণভাবে আইনের শাসনেও বিশ্বাস করেন না তিনি। পারিবারিকভাবে অর্থবিত্তের মালিক এই ব্যক্তিটি নিজের ইচ্ছা-অনিচ্ছা, খেয়াল-খুশি কিংবা গোঁয়ার্তুমির বশবর্তী হয়ে জীবন যাপন করেন। অন্য কারো মান-মর্যাদা, ইচ্ছা-অনিচ্ছা কিংবা সর্বোপরি অধিকারের ব্যাপারে তাঁর কোনো মাথাব্যথা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও