শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন ভারত-চীন প্রভাবমুক্ত কি?
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করে জয়ের মুকুট ছিনিয়ে নিলেন অনুরা কুমারা দিশানায়েকে। এতদিন ধরে যে রাজনৈতিক সংগঠন দ্বীপরাষ্ট্রের রাজনীতিতে দুর্বল তথা প্রান্তিক অবস্থায় ছিল, সেই দলের প্রার্থী জেতায় অবাক হয়েছে অনেকেই।
ভোট কুশলীরাও শেষমেশ ব্যর্থ হয়েছে ফলাফল আঁচ করতে। তিনি আর কেউ নন শ্রীলঙ্কার বামপন্থী দল জনতা ভিমুক্তি পেরামুনার (JVP) দলের তরুণ নেতা। রাজনীতিতে তরুণ হলেও বয়স কিন্তু তার ৫৫। বিশ্ব রাজনীতিতে চমক দেখিয়ে তিনি শুধু নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন না বরং শ্রীলঙ্কার রাজনীতিতে নতুন রঙের প্রলেপও দিলেন।
ইতিহাস রচনা করলেন দক্ষিণ এশীয় রাজনীতির নয়া সমীকরণের। বারবার দাবার গুটিতে খেলতে থাকা শ্রীলঙ্কার জনগণের ভবিষ্যৎ নির্ধারক হয়ে প্রমাণ করলেন কত বড় পাকা খেলোয়াড় তিনি।