রাষ্ট্র সংস্কারের পদক্ষেপ বাস্তবায়ন হোক

যুগান্তর ইফতেখার উদ্দিন চৌধুরী প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩

শান্তিতে নোবেলজয়ী বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র এক মাস পেরিয়েছে। লক্ষ্য পূরণে একনিষ্ঠ ও অবিচল থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় উচ্চারিত হচ্ছে জোরালোভাবে। এ ধারাবাহিকতায় রাষ্ট্র মেরামতের উদ্যোগ আশাব্যঞ্জক। এ উদ্যোগের পরিপূর্ণ সুফল লাভের আকাঙ্ক্ষায় দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে।


সব সংস্কার কর্মকাণ্ডের যৌক্তিক সম্পাদন আবশ্যক। সময় ও সুযোগের সদ্ব্যবহার করে সব ক্ষেত্রে লুটেরাদের করায়ত্ত থেকে দেশকে মুক্ত করে কল্যাণমুখী রাষ্ট্র গঠনই প্রত্যাশিত। জনগণের সামগ্রিক দুর্ভোগ লাঘব কঠিন চ্যালেঞ্জ হলেও প্রয়োজনীয় সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের পবিত্র কর্তব্য বলে মনে করি। বিভিন্ন সিন্ডিকেট ও বাজার কারসাজি বন্ধ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস করা গেলে তা হবে জনগণের জন্য স্বস্তিদায়ক। নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা-সরবরাহের ভারসাম্য রক্ষা এবং জনগণের আয়-ব্যয়ের ব্যবধান কমিয়ে আনার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও