রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যেভাবে ভারসাম্যমূলক সম্পর্কে ভারত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরকে ভারতের পশ্চিমপন্থী বিশ্লেষকেরা মধ্য ও পূর্ব ইউরোপের প্রতি ভারতীয় পররাষ্ট্রনীতির একটি নতুন উষ্ণ উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করছেন। রাশিয়া ও মধ্য ইউরোপের সঙ্গে (বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে) ভারতের সম্পর্ককে আবার একটি ভারসাম্যমূলক জায়গায় নেওয়ার চেষ্টা হিসেবে তাঁরা মোদির এই সফরকে দেখছেন।
ইউক্রেনে রাশিয়ার অভিযানের বিষয়ে ভারত আপত্তি জানায়নি। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করার পরও ভারত রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক রেখেছে। সম্প্রতি তিনি মস্কো সফর করে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন। এ কারণে মোদির ইউক্রেন সফরকে এই পশ্চিমাপন্থী মহলে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গির একটি বিলম্বিত সংশোধন চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তাঁদের যুক্তি হলো, ভারত রাশিয়ার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিষয়ে নীরব ছিল। এমনকি রাশিয়া যখন জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পবিত্রতাবিষয়ক ভারতীয় বিশ্বদর্শনের মূল নীতিগুলোকে চ্যালেঞ্জ করেছিল, তখনো ভারত চুপ ছিল।