যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইলন মাস্ক

প্রথম আলো প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ২২:০৮

টিকটক নিষিদ্ধ করতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি বিল পাস হয়েছে। এই বিল পাসের ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটি। তবে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন টেসলা, স্পেসএক্স ও এক্সের (সাবেক টু্ইটার) মালিক ইলন মাস্ক। এ বিষয়ে এক্সে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি সরকারি সেন্সরশিপ ও নিয়ন্ত্রণ বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তিনি। এর আগে টিকটক নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হলে ইলন মাস্ক বলেছিলেন, ‘আমি সাধারণত কোনো কিছু নিষিদ্ধের বিপক্ষে। তবে টিকটক নিষিদ্ধ হলে টুইটারের (বর্তমানে এক্স) সুবিধা হবে।’


যুক্তরাষ্ট্রে টিকটকের নিষিদ্ধ হওয়ার শঙ্কার বিষয়ে ইলন মাস্ক এক্সে জানান, এই বিলটি শুধু টিকটকের বিষয়ে নয়, বরং সেন্সরশিপ ও সরকারের নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত। বিলটি যদি শুধু বিদেশি মালিকানার জন্য টিকটককে উদ্দেশ করে তোলা হয়, তবে তা বৃহত্তর প্রভাব ফেলবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও