টিকটকে এআই দিয়ে নিজেদের পছন্দমতো গান তৈরি করা যাবে
প্রথম আলো
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪, ০৯:০১
টিকটকে নিজেদের তৈরি ভিডিও জনপ্রিয় করতে ভিডিওর পটভূমিতে বিভিন্ন শিল্পীর গাওয়া গান যুক্ত করেন অনেকে। এবার এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে নিজেদের পছন্দমতো গান তৈরির সুযোগ চালু করতে যাচ্ছে টিকটক। ‘এআই সং’ নামের এ সুবিধা চালু হলে অন্যের গাওয়া গানের বদলে নিজেদের তৈরি গান ভিডিওর পটভূমিতে ব্যবহার করা যাবে।
টিকটকের তথ্যমতে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘ব্লুম’–এর মাধ্যমে লিখিত প্রম্পট থেকে গান তৈরি করা যাবে। ফলে গানের কথা লিখে দিলেই সে অনুযায়ী সুর যোগ করে নতুন গান তৈরি করে দেবে ‘এআই সং’। ব্যবহারকারীরা চাইলে গানের ধরনও নির্বাচন করতে পারবেন। সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আর তাই নির্দিষ্ট কিছু ব্যবহারকারী সুবিধাটি পরখ করার সুযোগ পাচ্ছেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন ফিচার
- টিকটক ভিডিও
- টিকটক
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১২ মাস আগে