২০৩৫ সালের মধ্যে উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জুন ২০২৪, ২২:০৪

আগামীকাল সোমবার (১ জুলাই) ১০৪তম বছরে পদার্পণ করছে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ব্রিটিশ শাসন থেকে শুরু করে আজ অবধি দেশের মাটি ও মানুষের সবধরনের ক্রান্তিলগ্নে সামনের সারিতে থেকে পথের দিশা, আলোর ঝলকানি দেখিয়েছে এ বিশ্ববিদ্যালয়। বঙ্গভঙ্গের কারণে ক্ষুণ্ণ হওয়া পূর্ববঙ্গের মুসলমানদের স্বার্থরক্ষার জন্য জন্ম নিয়ে পরে দেশভাগ থেকে শুরু করে ভাষা আন্দোলন, ৬ দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব যৌক্তিক আন্দোলনের সূতিকাগার হিসেবে আবির্ভূত হয়েছে এ বিশ্ববিদ্যালয়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে সত্যেন্দ্রনাথ বসুর মতো বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী, আছে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতো জগদ্বিখ্যাত পণ্ডিত। শুধু অতীতই নয়, বর্তমানেও বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল চালিকাশক্তির তিন-চতুর্থাংশই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেটা হোক রাজনীতি, অর্থনীতি, আমলা কিংবা ব্যবসায়। সর্বত্র আজও নেতৃত্বের স্থান ধরে রেখেছে এ বিশ্ববিদ্যালয়। কিন্তু, এত প্রাপ্তির পরও যেন প্রত্যাশা পূরণ হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন এখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। শতপ্রাপ্তির মধ্যেও যেন সর্বত্রই শূন্যতা বিরাজমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও