চাকরিতে এই কোটা কি দেশকে বিপদে ফেলছে না
সরকারি চাকরিজীবীদের কিছু ক্ষমতাভোগীদের জন্য যে অন্য সরকারিরা যে ভালো নেই এমন বিষয়ে একটি লেখা লিখেছিলাম প্রথম আলো পত্রিকায়। ওই লেখাটির পর অনেক মেইল পেয়েছি। কিন্তু কয়েকটা মেইলের মান দেখে আমার নিজেরও মনে হলো এসব লোকদের নিয়ে দেশ চালাতে গিয়ে সরকার নিজেও খুব স্বস্তিতে নেই।
দেশ চালানো একটা বিশাল কাজ, আর তা চালানোর জন্য দক্ষ জনশক্তি আবশ্যক। হ্যাঁ, দক্ষ জনশক্তি শুধু বেসরকারি বা বিদেশে পাঠাতেই লাগে না, দেশের সর্বস্তরে লাগে। আর এখানে যদি অযোগ্য ব্যক্তিরা বেশি হয়ে যায়, তাহলে দেশ কি ঠিকমতো চলবে? ‘মাননীয় প্রধানমন্ত্রী জানেন’, ‘প্রধানমন্ত্রী বলেছেন’—আমাদের খুব পরিচিত টার্ম। সব যদি একজনের দেখতে হয়, তাহলে অন্যদের আসলে কী কাজ?
- ট্যাগ:
- মতামত
- চাকরি
- কোটা
- মুক্তিযোদ্ধা কোটা