বাইডেনের মন্তব্যে ম্লান মোদির দাপট
পিউ রিসার্চ সেন্টারের মতে, ভারতীয় আমেরিকানরা একটি আদর্শ সংখ্যালঘু জনগোষ্ঠী। এমনকি একটি গোষ্ঠী হিসেবে, এশিয়ান আমেরিকানদের মধ্যেও দীর্ঘকাল ধরে শিক্ষাগত যোগ্যতা ও বাণিজ্যিক সাফল্যের জন্য তাদের একটি আদর্শ সংখ্যালঘু বলে দেখা হয়। ঠিক বা ভুল যা-ই হোক না কেন, ভারতীয় আমেরিকানরা স্পষ্টতই আলাদা। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, দারিদ্র্যের সংখ্যায় সর্বনিম্ন হওয়া এবং এশিয়ান আমেরিকানদের মধ্যেও সর্বোচ্চ গড় আয়ের গর্ব রয়েছে তাদের ঝুলিতে।
এর কারণই হলো, আমরা আমাদের নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্তদের যুক্তরাষ্ট্রে পাঠাই। কিন্তু তারপরও সংখ্যাগুলো লক্ষণীয়। বিভিন্ন ক্ষেত্রে—সরকার থেকে আমলাতন্ত্র এবং শিক্ষকমণ্ডলী সব ক্ষেত্রেই তারা দাপটের সঙ্গে আছে। তাই ভারতীয় আমেরিকানরা জনসংখ্যার দিক দিয়ে কম হওয়া সত্ত্বেও একটি শক্তিতে পরিণত হয়েছে। তাদের গোনার মধ্যে ধরতেই হয়।
- ট্যাগ:
- মতামত
- নরেন্দ্র মোদি
- মন্তব্য
- জো বাইডেন