কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্র ও রাশিয়া কি গাজা যুদ্ধ থামাবে নাকি ছড়িয়ে দেবে

প্রথম আলো স্টিফেন ব্রায়েন প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১১:৫২

১৯৭৩ সালের ২১ অক্টোবর। ইয়োম কিপ্পুর যুদ্ধ চলছে। হেনরি কিসিঞ্জার মস্কো গেলেন। তাঁর সেই সফরের কথা আমার খুব ভালো করে মনে আছে। তার কারণ হলো, সে সময়ে মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অডলফ ডাবসের সঙ্গে আমি সেখানে উপস্থিত ছিলাম। মস্কো নেমেই কিসিঞ্জার সরাসরি ক্রেমলিন চলে যান।


ক্রেমলিনে সেই বৈঠকে ডাবসকে আমন্ত্রণ জানানো হয়নি। বৈঠক সম্পর্কে তাঁকে জানানোও হয়নি। ডাবস পরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাসের রাষ্ট্রদূত হয়েছিলেন। ১৯৭৯ সালে তাঁকে অপহরণের পর হত্যা করা হয়েছিল। কিসিঞ্জারের সেই মিশন ছিল সোভিয়েত ইউনিয়ন মিসরকে সামরিক সমর্থন যাতে না দেয়, সে জন্য সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কথা বলা। ওয়াশিংটনের শঙ্কা শঙ্কিত ছিল যে সিনাই উপত্যকায় রাশিয়া ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও