বিরোধীদের নিয়ে কটু কথায় জিপিএ ফাইভ কাকে দেবেন?
৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়ায় তাঁর ভক্ত-আশেকানদের কাছে ৮০ বছর বয়সী জো বাইডেনকে নিয়ে কী বলেছিলেন শুনুন, ‘ওই যে আমাদের একজন আছে। বেসমেন্টে লুকিয়ে থাকে। আর আমাকে দেখেন। এই যে আমি।’ ওহাইও, অ্যারিজোনায় নির্বাচনী প্রচারণায় গিয়ে তাঁর লম্ফঝম্ফ আরও বাড়ল। এবার বললেন, ‘হান্টার কোথায়, হান্টার (বাইডেনের ছেলে)? জানেন নাকি কোথায়? কোথায় আর থাকবে, বাপের সঙ্গে বেসমেন্টে লুকিয়ে আছে। আমি এক রাজ্য থেকে অন্য রাজ্য চষে ফেলছি। আর সে তো টানা চার দিন গর্ত থেকেই বের হয়নি।’
কোভিডকালেও ৭৭ বছর বয়সী ট্রাম্প এখনো কত জওয়ান, তার প্রমাণে ব্যস্ত ছিলেন। আর দেখাচ্ছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেন কত ভিতু, কত অথর্ব। তিনি যত বলেন, তাঁর পারিষদেরা আরও শতগুণ বলেন। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প তাঁর একটা ছবি প্রকাশ করলেন। সেই ছবিতে ট্রাম্পকে একটি কনফারেন্স টেবিলে বসে ফাইলে সই করতে দেখা গেল। ছবির ক্যাপশনে ইভাঙ্কা লিখলেন, ‘আমেরিকার জনগণের জন্য কাজ করা থেকে কোনো কিছুই তাঁকে বিরত রাখতে পারেনি। তিনি নিরলস।’