সেন্সরশিপ: মরবে কিন্তু পচবে না

সমকাল প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৯

যে দেশে বদ্ধ পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তিনজন মানুষ নিহত হন, সে দেশে বসে বৃষ্টি উপভোগ করা বিলাসিতা। অনেক মানুষ যাচ্ছে বানের জলে ভেসে। কাজেই আনন্দ খুঁজতে আশ্রয় নিতে হয় স্টার সিস্টেমের। সিনেমায় স্টার সিস্টেম নিয়ে আসে হলিউড, গত শতাব্দীতে। আজকে আমার পছন্দের তারকাদের সম্পর্কে খবর আছে পত্রিকায়; তবে হলিউডের নয়, বলিউডের। ছাপা কাগজেও নয় অবশ্য, অনলাইনে। নিউজ বলছে, ডন থ্রি থেকে শাহরুখ খানকে বাদ দিয়ে রণবীরকে নিচ্ছেন নির্মাতা ফারহান আখতার। নিঃসন্দেহে মজার খবর– দু’জন বড় স্টার, একজন বাচ্চা স্টার। এ নিউজ পড়তে গিয়েই ডিভাইসের পর্দায় চোখে পড়ল আরেকটি খবর– পরীমণি অভিনীত ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজ বন্ধে আইনি নোটিশ।


 নিউ মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার এই যুগে সাংবাদিকতার ধরন আর খবর উপস্থাপনের কায়দা বদলে যাবে; এটাই স্বাভাবিক। এ নিয়ে হা-হুতাশ করার খুব বেশি অর্থ হয়তো হয় না। কিন্তু কিছু তথাকথিত বিনোদন সংবাদ শিরোনাম পড়ে আক্ষরিক অর্থেই গা রি রি করে ওঠে। এই স্টোরিটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সংবাদমূল্য বহন করে। এটা এ জন্য নয় যে, এতে পরীমণি অভিনয় করেছেন। বরং অভিনেত্রীর তারকাখ্যাতি ব্যবহার করে নিউজটার মোড় ঘুরিয়ে দিচ্ছেন বিনোদন সাংবাদিকরা; আমার আপত্তি ঠিক ওইখানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও