
ক্রোধ নিয়ন্ত্রণকারীদের আল্লাহ ভালোবাসেন
পবিত্র কুরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘পুণ্যবান ব্যক্তি তারা যারা ক্রোধ দমন করার স্থানে তাদের ক্রোধ দমন করে এবং ক্ষমার উপযোগী ক্ষেত্রে অপরাধ ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৩৪)।
আসলে পুণ্যবান ব্যক্তি তারাই যারা নিজেদের ক্রোধকে দমন করতে পারে। আজকাল আমরা লক্ষ্য করছি তুচ্ছ বিষকে কেন্দ্র করে অনেক বড় ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। ক্রোধ দমন ও ক্ষমা এটি অনেক বড় একটি গুণ। যাদের মাঝে ক্ষমার বৈশিষ্ট্য আছে তাদের জন্য প্রতিদান রয়েছে আল্লাহপাকের কাছে।
পবিত্র কুরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, ‘এবং এদের প্রতি যখন অন্যায় করা হয় তখন তারা প্রতিশোধ তো নেয়, তবে তারা মনে রাখে অন্যায়ের প্রতিশোধ ততটুকুই যতটুকু সেই অন্যায়টি হয়ে থাকে। কিন্তু (অন্যায়কারীকে) শুধরানোর লক্ষ্যে যে ক্ষমা করে তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না’ (সুরা আশ শুরা, আয়াত: ৩৯-৪০)।