সাধারণ মানুষ কেন রেলের সেবাবঞ্চিত হবেন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ০৭:৩১

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে রেল খাতে বড় বড় প্রকল্পের কমতি নেই। এই অবকাঠামোগত উন্নয়ন নিঃসন্দেহে দেশের সড়কনির্ভর যোগাযোগব্যবস্থার বিপরীতে বিকল্প সুযোগ খুলে দিচ্ছে। কিন্তু নির্ভরযোগ্য, নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন হিসেবে পরিচিত রেলের এই সুবিধা সাধারণ মানুষের দোরগোড়া থেকে ক্রমেই সরে যাওয়ার হতাশাজনক চিত্রও দেখা যাচ্ছে।


প্রথম আলোর খবর জানাচ্ছে, লোকবলসংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ের সান্তাহার-লালমনিরহাট রেলরুটে ৩১টি স্টেশনের মধ্যে ১০টি স্টেশনের কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এসব স্টেশনে স্টেশনমাস্টারের কক্ষ, বিশ্রামাগারসহ সব কক্ষ এখন তালাবদ্ধ রয়েছে।


বন্ধ থাকা স্টেশনগুলো হলো বগুড়ার পাঁচ পীর মাজার ও সৈয়দ আহমদ কলেজ; গাইবান্ধার সালমারা, ত্রিমোহনী, কুপতলা, নলডাঙ্গা ও হাসানগঞ্জ এবং রংপুরের চৌধুরানী, অনন্তনগর ও মহেন্দ্রনগর। এর মধ্যে হাসানগঞ্জ স্টেশনটি বন্ধ রয়েছে ১৫ বছর ধরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও