প্রয়াত সুরকার সুবল দাস এবং ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানের গল্প
চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় ও মিষ্টি গানের সুরকার সুবল দাস। ২০০৫ সালের ১৬ আগস্ট প্রখ্যাত এই সুরকার, সঙ্গীত পরিচালক প্রয়াত হন। তার সুরের অসংখ্য জনপ্রিয় গানের ভীড়ে একটি বিখ্যাত প্রাণবন্ত গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না।’ কিংবদন্তী শিল্পী রুনা লায়লার কণ্ঠে গাওয়া এই গানটি এখন পর্যন্ত একবিন্দু শ্রেষ্ঠত্ব হারায়নি। রুনা লায়লা এখনও কোনো মঞ্চে উঠলেই এই গানটি গাওয়ার অনুরোধ আসবেই।
এই গানটি এফ কবির চৌধুরী পরিচালিত ‘নরম গরম’ ছবিতে ব্যবহ্নত হয় আশির দশকে। গানটির গীতিকার প্রয়াত বিখ্যাত সাংবাদিক ও কাহিনীকার আহমেদ জামান চৌধুরী। ‘নরম গরম’ ছবিতে গানটিতে লিপ করেন আশির দশকের জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষ। চলচ্চিত্রের গানের বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন বৃষ্টি নিয়ে এ যাবৎ যত গান রচিত হয়েছে তার মধ্যে সুরেলা ও ছন্দময়ের এই গানটি সবচেয়ে বেশি শ্রুতিমধুর এবং জনপ্রিয়। অবশ্য ইউটিউবে গেলে সে প্রমাণও পাওয়া যায়। এই গানের শ্রোতার সংখ্যা লক্ষ লক্ষ।
- ট্যাগ:
- মতামত
- সংগীতানুষ্ঠান
- সংগীতশিল্পী
- রুনা লায়লা