মানুষের মুক্ত চলাচলের বিশ্বায়ন হয়নি

দেশ রূপান্তর নাজমুল আহসান প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩, ০৯:০৮

সারা পৃথিবীতে অভিবাসন নিয়ে নানা ধরনের বিতর্ক হয়। বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ধনী দেশগুলোতে অভিবাসনে তৃতীয় বিশ্বের দেশগুলোর জনগণের আগ্রহ আছে। মূলত ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়া থেকে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াকে তাদের গন্তব্য হিসেবে বিবেচনা করে। এসব দেশের অর্থনৈতিক সমৃদ্ধি তাদের সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখায় এবং অভিবাসনের প্রত্যাশায় সমুদ্র ও জঙ্গল, মরুভূমি অতিক্রম করতে গিয়ে কত-শত মানুষ জীবন দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই।


ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের বহন করা নৌকা দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতে বাধ্য হওয়া, অগত্যা ভূমধ্যসাগরেই অঝোরে জীবন বিসর্জন দেওয়া যেন হাজার হাজার মানুষের ভাগ্যের লিখন। এসব জীবনের নেই কোনো মূল্য, পৃথিবীর কোনো সরকারি খাতায় এসব নিহতের নাম নিবন্ধন করা হয় কি না তা অনুমান করা দুষ্কর। তবে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)-এর পরিসংখ্যান বলছে এ বছর ইউরোপে প্রবেশের চেষ্টায় ভূমধ্যসাগরে ২ হাজার ৩৮৭ জন নিহত হয়েছে। এরা অতি সাম্প্রতিক উদাহরণ, ৯ আগস্টের সংবাদপত্রের তথ্য অনুযায়ী ইতালির লেম্পেদুসা দ্বীপের কাছে সাগরে ডুবে ৪১ জন অভিবাসীপ্রত্যাশী নিহত হয়, যার মধ্যে তিন শিশুও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও