পরিবারগুলোতে `সন্তান তোষণ’ নীতি বাড়ছে

জাগো নিউজ ২৪ শাহানা হুদা রঞ্জনা প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ১২:১৯

আমার বাবা বলতেন, তোমরা মানে সন্তানেরা আমাদের কাছে সবচেয়ে প্রিয়। তোমরা আমাদের কাছে ঠিক কতটা প্রিয়, তা বুঝতে পারবে যেদিন তোমরা বাবা-মা হবে। তোমরা এখন বুঝতে পারবে না যে সন্তানের সামান্যতম দুঃখ ও কষ্টে বাবা-মা কতটা বিচলিত হয়ে পড়েন এবং কীভাবে সবচেয়ে বেশি কিছু দিয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে চান। বাবা বলতেন, ‘কোথায় স্বর্গ, কোথায় নরক কে বলে তাহা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর।’ সন্তান যখন ভালো কিছু করে সেটাই আমাদের কাছে স্বর্গের সুখের মতো। আর যখন তোমরা কষ্ট পাও, ব্যর্থ হও, আমাদের কাছে সেটাই নরকের মতো মনে হয়।


সমাজের সব শ্রেণির অভিভাবকদের মধ্যেই সন্তানের প্রতি অপাত্য স্নেহ লক্ষ্য করা যায়। মা-বাবা তাদের সন্তানকে বুক দিয়ে আগলে রাখেন, নিরাপত্তা দেন, সুযোগ-সুবিধা দিয়ে ভরিয়ে দিতে চান। তারা স্বপ্ন দেখেন তাদের সন্তান একদিন সবার মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। তবে বিপদটা হচ্ছে যে অনেক পরিবারেই সন্তানের প্রতি বাবা মায়ের এই ভালোবাসা ও সন্তানকেন্দ্রিক নির্ভরতা বাড়তে বাড়তে এমন এক স্তরে পৌঁছেছে, যেখানে বাবা-মা সন্তানের কাছে প্রায় জিম্মি হয়ে গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও