ইমিগ্র্যান্টদের কল্পকথা!

ইত্তেফাক ওয়াহিদুজ্জামান স্বপন প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ১১:৪৪

ইউরোপীয়ানদের আবিষ্কৃত নতুন বিশ্ব আমেরিকায় পৃথিবীর সব প্রাণের, বিভিন্ন ধর্ম, বর্ণ, ও গোত্রের জনগোষ্ঠীর এক সমন্বিত মেল্টিং পট বা শত শত চকচকে সোনালি মোজাইকের সমাহার। যেখানে দক্ষিণ আফ্রিকার ভাগ্যবিড়ম্বিত ছন্নছাড়া বালক সত্ বাবার অবহেলা অবজ্ঞাকে ছুড়ে ফেলে ভাইকে নিয়ে ভাগ্যের অন্বেষণে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন আজকের বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক। স্বল্প ভাড়ায় বেসমেন্টে বাস করে, প্রতিবেশীর ইন্টারনেট চুরি করে ব্যবসা শুরু করে তিনিই বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তিতে পরিণত হন। বিশ্বের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন নিজের আবিষ্কৃত রকেটে চড়ে সুলভ মূল্যে মঙ্গল গ্রহ ভ্রমণ করার। দূষণমুক্ত পরিবেশ ও আবহাওয়াকে সমৃদ্ধ করতে তৈরি করেছেন বিশ্বের সর্বাধুনিক ইলেকট্রিক কার টেসলা।


আফ্রিকার গরিব কেনিয়ার ইমিগ্র্যান্ট বাবার ঘরে জন্ম নেওয়া আমেরিকান কালো বারাক ওবামা দুই-দুইবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বিশ্বে আমেরিকার সর্বজনপ্রিয় প্রেসিডেন্টদের একজন হয়ে ইতিহাস তৈরি করেছেন। যার পূর্বপুরুষরা একদিন এ দেশে ক্রীতদাস হিসেবে এসেছিলেন, সেই মানুষটি তার মেধা, শ্রম আর ত্যাগ দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। এর চেয়ে বড় স্বপ্ন পূরণ আরো কিছু আছে বলে মনে হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও