প্লাস্টিকের নেশা
ঢাকা শহরে সভা-সেমিনার আয়োজনের দুটি জনপ্রিয় স্থান জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিনলায়তন। সংবাদকর্মীদের সহজে পাওয়া যাওয়া কারণে এই দুটি স্থানে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। একটি মিলনায়তনে একসঙ্গে প্রায় ২০০ মানুষের স্থান দেওয়া সম্ভব। এ ছাড়া আরও একটি জনপ্রিয় মিলনায়তন হলো সিরডাপ। এখানে ২ শতাধিক মানুষের স্থান সংকুলান করা সম্ভব।
বিভিন্ন পত্রিকার সংবাদ ও সংশ্লিষ্ট মানুষের সঙ্গে কথা বলে যে তথ্য পাওয়া যায় তা বিশ্লেষণ করলে দেখা যায়, এসব মিলনায়তনে উন্নয়ন সংস্থা প্রতি মাসে গড়ে ১০-১২টি অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এসব আয়োজনে মাথাপিছু একজন মানুষকে যদি একটি কোমল পানীয় ও একটি খাবার পানির বোতল দেওয়া হয় তাহলে গড়ে প্রতি মাসে ১০-১২ হাজার বোতল ব্যবহৃত হয়। পাশাপাশি যদি অতিথিদের খাবার প্যাকেট একবার ব্যবহৃত প্লাস্টিকে দেওয়া হয় তাহলে কী পরিমাণ প্লাস্টিক আমাদের উন্নয়ন সংস্থা ব্যবহার করে তার একটি চিত্র পাওয়া যায়।