দুরন্ত ছন্দে ব্যাটিং শেয়ার বাজারের, ৫২৯ পয়েন্ট উঠল সেনসেক্স, ১৪৬ পয়েন্ট উত্থান নিফটির
ছন্দ বজায় রাখল শেয়ার বাজার। শুক্রবার ৬৬ হাজারের মাইলফলক টপকে নজির গড়েছিল সেনসেক্স, সোমবার ঠিক সেখান থেকেই শুরু করল। শুক্রবারের তুলনায় ৫২৯.০৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬৬,৫৮৯.৯৩ পয়েন্টে থামল সেনসেক্সের সূচক। এ দিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,৬৫৬.২১ পয়েন্ট, সর্বনিম্ন ৬৬,০১৫.৬৩ পয়েন্ট। সোমবার ছন্দে ছিল নিফটিও, ১৪৬.৯৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে নিফটি থামল ১৯,৭১১.৪৫ পয়েন্টে।
সেক্টরগুলির মধ্যে সপ্তাহের প্রথম দিন অধিকাংশই সবুজের ঘরে শেষ করেছে। বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) এ দিন সর্বোচ্চ লাভের তালিকায় রয়েছে ব্যাঙ্কেক্স, ফিন্যান্স, স্মলক্যাপ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই) ভাল ফল করেছে এই সংক্রান্ত সেক্টরগুলি। এনএসইতে সর্বোচ্চ লাভের তালিকায় রয়েছে মিডিয়া, সরকারি ব্যাঙ্ক, ব্যাঙ্ক, বেসকরকারি ব্যাঙ্ক, ফিন্যান্সিয়াল সার্ভিসেস। বিএসইতে ১ শতাংশের উপরে লাভ করেছে ব্যাঙ্কেক্স এবং ফিন্যান্স সেক্টর।