রাজস্বের লক্ষ্যমাত্রা: আইএমএফের শর্ত ৫৭ হাজার কোটি টাকা, এনবিআরের সক্ষমতা ৮ হাজার

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৫৯

চলমান ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে আগামী বছরে অতিরিক্ত ৫৭ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের রোডম্যাপ দেখতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে এমন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৫৭ হাজারের বিপরীতে কেবল ৮ হাজার কোটি টাকা অতিরিক্ত আদায় করতে পারবে বলে জানিয়েছে সংস্থাটি, যা আইএমএফের দেওয়া লক্ষ্যমাত্রার কেবল ১৪ শতাংশ বা ৭ ভাগের একভাগ।


তবে আইএমএফকে সন্তুষ্ট রাখতে প্রচেষ্টা চালাচ্ছে এনবিআর। তাদের শর্তের কথা মাথায় রেখে কিছু ক্ষেত্রে করহার বাড়ানো, নীতিতে পরিবর্তন নিয়ে আসার বিষয়ে জানিয়েছে এনবিআর। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফের সঙ্গে এসব নিয়ে দেন–দরবার করেছে সংস্থাটি। সেখানে অংশ নেন এনবিআরের তিন বিভাগের কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশের কর-জিডিপি অনুপাত ৭ দশমিক ৪ থেকে বাড়িয়ে চলতি অর্থবছরের মধ্যে ৭ দশমিক ৯–এ উন্নীত করার শর্ত দিয়েছিল আইএমএফ। এর জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৫৫ হাজার কোটি টাকা। তবে চলতি অর্থবছরের মার্চ মাস পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৫২ হাজার কোটি টাকা। অর্থাৎ ঘাটতি রয়েছে ২ লাখ ৩ হাজার কোটি টাকা।

এনবিআর কর্মকর্তারা বলছেন, এনবিআরের পক্ষে এই রাজস্ব আদায় সম্ভব নয়, তা আইএমএফও জানে। তারপরও আগামী অর্থবছরে ৫৭ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়ের উদ্যোগ নিতে বলেছে সংস্থাটি। এখন এনবিআরের পক্ষে থেকে অপারগতা ও প্রকৃত সক্ষমতা জানানোর পাশাপাশি রাজস্ব খাতে সংস্কারের উদ্যোগী মনোভাবও বোঝানো হয়েছে। আইএমএফ প্রতিনিধিদল বিষয়টা অনুধাবন করতে পেরেছে। সামনে আরও বৈঠক হবে। এতে আশা করা হচ্ছে যে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কমিয়ে আনবে আইএমএফ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও