
এনবিআরে আন্দোলন: জুনে রাজস্ব আদায় কমেছে ১০ হাজার কোটি টাকা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১৭:৪০
বিগত (২০২৪-২৫) অর্থবছরের শেষ মাস জুনে ৪৩ হাজার ৯২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ হাজার ৯৪৭ কোটি টাকা কম। এ মাসে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬৯ হাজার ৩৯ কোটি টাকা। লক্ষ্যমাত্রার ৩৭ দশমিক ৫৮ শতাংশ অর্জন করা যায়নি। এছাড়া আগের অর্থবছরের জুনের তুলনায় রাজস্ব আদায় কমেছে প্রায় ১০ হাজার কোটি টাকা। এনবিআরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জুন মাসে আন্দোলনের কারণে রাজস্ব আদায়ে কিছুটা বাধাগ্রস্ত হওয়ার কথা জানিয়েছিলেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে তথ্য বলছে, কিছুট নয়, আন্দোলনের কারণে বড় ধরনের রাজস্ব আদায়ে ব্যর্থ হয়েছে এনবিআর। আন্দোলনের কারণে কী পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে এরই মধ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- রাজস্ব আদায়