প্রবৃদ্ধি নামবে ৩.৯ শতাংশে, মূল্যস্ফীতি নিয়েও সুসংবাদ নেই এডিবির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৫৬

ক্ষমতার পালাবদলে শিল্পে নৈরাজ্য, অস্থিরতা আর উৎপাদন ও বিনিয়োগে স্থবিরতার মধ্যে ঢিমেতালে চলা অর্থনৈতিক পরিস্থিতিতে চলতি ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৯ শতাংশে নামবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।


উন্নয়ন সহযোগী সংস্থাটির আগের পূর্বাভাস থেকে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি কমার হার অনেক কম।


অর্থনীতির জন্য সময় আরও কঠিন হবে উচ্চ মূল্যস্ফীতির হার আরও বাড়তে থাকার শঙ্কা থাকায়। মূল্যস্ফীতিও ধারণার চেয়েও বেশি বাড়বে বলে মনে করছে তারা।



বুধবার প্রকাশিত সবশেষ ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে’ এমন পূর্বাভাস দিয়েছে।


এর আগে সেপ্টেম্বর সংস্করণে ম্যানিলাভিত্তিক সংস্থাটি চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশ হওয়ার আভাস দিয়েছিল। এবার তা কমিয়ে ৩ দশমিক ৯ শতাংশে নামিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও