বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমে ৪ বছরের মধ্যে সর্বনিম্ন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৪০

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ফের শুরু হয়েছে বাণিজ্যযুদ্ধ। সবচেয়ে বড় অর্থনীতির এই দেশ দুইটি একে অপরের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ শুরু করেছে। এমন পরিস্থিতিতে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমে গত চার বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন হয়েছে। কারণ চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


বুধবার (৯ এপ্রিল) ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৩৮ ডলার বা ৩ দশমিক ৭৯ শতাংশ কমে ৬০ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২ দশমিক ৪৬ ডলার বা ৪ দশমিক ১৩ শতাংশ কমে ৫৭ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।


অর্থাৎ উভয় বেঞ্চমার্কের দামই কমে ২০২১ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন হয়েছে।


এদিকে চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও