![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F34a1ca18-987b-4031-87a1-629ccd32714a%252Feditorial.png%3Frect%3D0%252C0%252C1600%252C840%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
দেশের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা এখন নিয়মিতই ঘটছে। এতে হতাহত হওয়ার ঘটনাও কম নয়। ফলে এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে মানুষের সচেতনতা যেমন জরুরি, সিলিন্ডার রক্ষণাবেক্ষণ ও বিক্রির বিষয়টিতে মনিটরিংও গুরুত্বপূর্ণ; বিশেষ করে যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রির কোনো সুযোগ নেই। কিন্তু সেটিই ঘটছে দেশের অনেক জায়গায়, বিশেষ করে মফস্সল শহরগুলোয়।
যেমনটি আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর জেলা ও উপজেলা শহরগুলোয়। সেখানে মুদিদোকান থেকে শুরু করে ওষুধের দোকানে পর্যন্ত গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে। অনুমোদনহীনভাবে এভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি চরম ঝুঁকি তৈরি করছে। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।
- ট্যাগ:
- মতামত
- প্রশাসন
- প্রশাসনিক ব্যবস্থা