![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-06%2Fe3ac5ab2-89cc-41e1-822e-bf9844b7cfe5%2Ftiktok_script_150623_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
মুহূর্তেই বিজ্ঞাপন ভিডিওর স্ক্রিপ্ট লিখে দেবে টিকটকের নতুন এআই
গ্রাহকদের বিপণনকে আরও সহজ করতে অন্যান্য সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের মতোই টিকটকও পা বাড়ালো এআইয়ের পথে।
এআই প্রযুক্তি ব্যবহার করে নিমিষেই বিজ্ঞাপনের চিত্রনাট্য লিখে ফেলছে টিকটকের নতুন স্ক্রিপ্ট জেনারেটর টুল। ব্যবহারকারীদেরকে কেবল ইন্ডাস্ট্রি সিলেক্ট করে পণ্যের নাম আর বিবরণ লিখে দিতে হবে। এর পরই বিজ্ঞাপনী ভিডিওর জন্য এআই স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে আনকোরা স্ক্রিপ্ট।
এই সুবিধাটি পরীক্ষা করে দেখেছে সংবাদসংস্থা জেডিনেট। এর প্রতিবেদক সাবরিনা ওর্তিজ লিখেছেন ডায়েট কোক খাওয়ার সময় তিনি ফুড অ্যান্ড বেভারেজ চিহ্নিত করে কল্পিত একটি পণ্যের নাম দেন ‘স্ট্র’ বিবরণে লেখেন “মেন্ট ফর ড্রিকিং” (পান করার জন্য)।
ফলাফলের জন্য ‘জেনারেট’ বোতামে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যেই এই স্ক্রিপ্ট জেনারেটর প্রযুক্তিটি তিনটি ভিন্ন ভিন্ন চিত্রনাট্য লিখে দেখায়, সেখানে দৃশ্য পরিচালনা, ভয়েসওভার, স্ক্রিনের ভিজুয়াল এবং অনস্ক্রিন-টেক্সটের জন্য আলাদা আলাদা অপশন রয়েছে।